ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার (ছবি বাংলাবার্তা)
ঝিনাইদহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সদর থানার পরিদর্শক (তদন্ত) লিটন হোসেনসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধি। এসময় বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।
বাংলাবার্তা/এমপি