তেজগাঁওয়ে ট্রেনে আগুন (ছবি: সংগৃহীত)
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুনে পুড়ে নিহত চারজনের মধ্যে অজ্ঞাত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ব্যবসায়ী এবং অন্যজন পোশাক কারখানার শ্রমিক।
বুধবার (২০ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন, আবদুর রশিদ ঢালী ও খোকন মিয়া। রশিদ ঢালীর বাড়ি নেত্রকোনায়। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আর খোকন মিয়ার বাড়ি সুনামগঞ্জে। তিনি নারায়ণগঞ্জে পোশক কারখানায় চাকরি করতেন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বলেন, রশিদ ঢালীর মুখের অবয়ব, কোমরে বাঁধা তসবি, হাতের আংটি ও জুতা দেখে স্বজনেরা লাশ শনাক্ত করেন। আর আগুন লাগার পর খোকন মিয়া তাঁর মা ও শিশুসন্তানকে ট্রেন থেকে নিচে নামিয়ে আনেন। পরে মালামাল নামানোর জন্য তিনি আবার ট্রেনে উঠেছিলেন। কিন্তু সেখান থেকে আর বের হতে পারেননি। এই লাশ আর কেউ দাবি করেননি। এ কারণে লাশ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সেতাফুর রহমান আরও বলেন, লাশ দুটির ডিএনএ নমুনা রাখা হয়েছে। ভবিষ্যতে অন্য কেউ তাঁদের স্বজনদের বলে দাবি করলে ডিএনএ পরীক্ষা করা হবে।
এর আগে আগুনে নিহত নাদিরা আক্তার পপি এবং তাঁর ৩ বছরের ছেলে ইয়াছিন রহমানের লাশ মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাবার্তা/এসএ