পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন হিরো আলম (ছবি বাংলাবার্তা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ঢাকায় যেকোনো বিপদে হারুন স্যারের কাছে যাই। কিন্তু বগুড়ায় কেউ মারলে হারুন স্যার আমাকে বাঁচাবে না। নির্বাচনে আমি আক্রমণের শিকার হতেই পারি, এটা অস্বাভাবিক কিছু না।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণা শুরুর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, নির্বাচনে আমার লড়াই হবে নৌকার সঙ্গে। এছাড়া যারাই দাড়াক তাদেরকে আমি প্রতিদ্বন্দ্বী ভাবি না, তেমন একটা গুরুত্ব দেই না। কারণ, নৌকার ভোট না থাকলেও তারা জোর করে নেবে। এজন্য নৌকাকেই প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছি।
তিনি বলেন, আমার আসনের দুই থানায় এরকম কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে যেন পুলিশের সহযোগিতা পাই, এজন্য এসপি স্যারের কাছে এসেছি। কোনো সমস্যায় পড়লে তিনিই তো আমাকে সহযোগিতা করবেন।
পুলিশের সঙ্গে কথা বলে সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হিরো আলম বলেন, এটা তো ঠিক পুলিশ জনগণের বন্ধু। এসপি স্যারের সঙ্গে আজকে আমার প্রথম দেখা। তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রার্থীরা যেমন ভোটের আগে অনেক আশ্বাস দেয়। কিন্তু ভোটের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তেমনি নির্বাচনের সময় পুলিশ প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দেয়। কিন্তু ভোটের দিন খুঁজে না পাওয়া গেলে তখন কষ্ট লাগে।
হিরো আলমের সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে পুলিশ সমান সহযোগিতা করবে। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আজ আশরাফুল হোসেন আলম এসেছিলেন। তার কথা শুনেছি এবং তাকে আশ্বস্ত করেছি নির্বাচনী বিধি মেনে পুলিশ তাকে সহযোগিতা করবে।
বাংলাবার্তা/এমপি