পুলিশ সদর দপ্তর (ছবি: সংগৃহীত)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপক্ষেভাবে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিদেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্ব মূলক আচারণের অভিযোগে পেলে তাকে দায়িত্ব সরানোসহ যে কোনো ব্যবস্থা নেবে সদর দপ্তর।
এদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সন্ত্রাসীসহ যে কোনো ধরনের অপরাধীকে গ্রেফতার করতে বিশেষ নিদেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি অপারেশন মো. আনোয়ার হোসেন বলেন, নির্বাচনের সময় সর্বচ্চো পেশাদারিত্বের সাথে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে পুলিশ সদস্যেদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা ওয়ারেন্টভুক্ত আসামি। দীঘদিন ধরে পলাতক ছিল তাদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। নির্বাচনকে সর্বচ্চো অগ্রাধিকার দিচ্ছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য মাঠ পর্যায়ের সকল ইউনিটকে নির্দশ দেওয়া হয়েছে। একই সাথে প্রতিদিন সেই নির্দশনা বাস্তবায়ন হচ্ছে কি-না সেটাও মনিটরিং করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর বলছে, নির্বাচনে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন। ইতোমধ্যে যেসব নাশকতা হয়েছে। তার সাথে যারা জড়িত রয়েছেন। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। আরও যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হবে। এছাড়াও পুলিশের টহল জোরদার এবং রাস্তায় চেকপোস্ট বসানো হচ্ছে।
পুলিশ বলছে, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। প্রতিদিন তাদের কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। এ অভিযান নিবাচনের আগ পর্যন্ত পরিচালনা করা হবে। এ বিষয়ে পুলিশের আইজিপি সকল ইউনিট প্রধানদের নির্দশনা দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনের ভোটগ্রহণ। এবারের নিবাচনে আওয়ামীলীগ ও জাতীয় পাটিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
বাংলাবার্তা/এসএ