আটককৃতরা হলেন- ফতেমার স্বামী সালাউদ্দিন, শশুর জুলহাস ও শাশুড়ি সালেহা খাতুনআটককৃতরা হলেন- ফতেমার স্বামী সালাউদ্দিন, শশুর জুলহাস ও শাশুড়ি সালেহা খাতুন (ছবি বাংলাবার্তা)
যশোরের বেনাপোলে কাগজপুকুর গ্রামে গৃহবধু ফাতেমা হত্যার ঘটনায় শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে কাগজপুর বাজার থেকে পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন- ফতেমার স্বামী সালাউদ্দিন, শশুর জুলহাস ও শাশুড়ি সালেহা খাতুন। তবে মামলার প্রধান আসামি সালাউদ্দিন (৩৫) বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ফাতেমা হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে যশোর আদালতে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডে আর কেউ জড়িত আছে কি-না জানতে আদালতে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর যৌতুকের দাবিতে ফাতেমাকে নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে স্বামী ও পরিবারের সদস্যরা। পরে তার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে বাড়ির সবাই মুল্যবান জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে এ মৃত্যু রহস্যজনক হওয়ায় হত্যার শিকার গৃহবধুর পরিবারের দাবিতে পুলিশ শশুর, শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা পরিকল্পিত হত্যার কথা শিকার করে। এঘটনায় ফাতেমার ভাই আশানুর রহমান বাদি হয়ে ফাতেমার স্বামী, শশুর ও শাশুড়িকে আসামী হতে হত্যা মামলা দায়ের করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শশুর শাশুড়ির হুকুমে সালাউদ্দিন তার স্ত্রী ফাতেমার ব্যবহারের ওড়না পেঁচিয়ে তার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে হত্যা নিশ্চিত করে আত্মহত্যা প্রচার করে সবাই বাড়ি থেকে পালায়।
বাংলাবার্তা/এমপি