আটককৃত ৪ আসামি (ছবি: বাংলাবার্তা)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সদস্যরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে সীমান্তের পুটখালী ইউনিয়নের বারপোতা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোলের বারপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. আনিছুর রহমান (৪০), নজরুর ইসলামের ছেলে আ. মালেক (৩২), চান্দালী মোড়লের ছেলে ইয়ার আলী (৩৯) ও রুহুল আমীন সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।
র্যাব-৬ এর যশোর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত দিয়ে ভারত থেকে বড় একটি মাদকের চালান প্রবেশ করেছে। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বারপোতা নামক গ্রাম থেকে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের পর একটি পুকুর থেকে বিশেষভাবে রক্ষিত ৩৬৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগিতায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় ও বিক্রয়ের করে আসছে।
জব্দকৃত ফেন্সিডিল ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাবাতা/এসএ