ফেনীতে বিএনপির লিফলেট বিতরণের দৃশ্য (বাংলা বার্তা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ফেনীতে লিফলেট বিতরণ করেছে বিএনপির ৩ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীরা ফেনী শহরের ইসলামপুর কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু করে বড় বাজার হয়ে তাকিয়া রোডে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে দলীয় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
বাংলাবার্তা/এআর