ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী (বাংলা বার্তা)
দ্বাদশ সংসদ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছি, তাই পার্বত্য এলাকায় এখন শান্তি বিরাজ করছে’। পার্বত্য এলাকায় এক দিনে ৪৫টি ব্রিজ ও রাস্তা উদ্বোধন করেছি। শান্তি চুক্তির পর পাহাড়ে উন্নয়ন অব্যহত আছে এবং থাকবে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি শহীদ আবদুল শুক্কুর স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি দেশে এসেছিলাম যে দেশের জন্য আমার বাবা জীবন দিয়েছে, সে দেশের মানুষের উন্নয়ন করতে। আমি সন্তানদের মায়ের স্নেহ থেকে ছিন্নো করে দেশের জন্য কাজ করে গিয়েছি। আমি কখনো চাইনি দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে। তাই এখনো চাই না কারো কাছে নিজের দেশকে দিয়ে কিংবা দেশের সম্পদ দিয়ে ক্ষমতায় আসি।
শেখ হাসিনা বলেন, আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হতে। শতভাগ নির্বাচন সুষ্ট হোক এবং শান্তিপূর্ণ হোক এটাই আমাদের প্রত্যাশা। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে ৭ জানুয়ারি আওয়ামী লীগকে আবারও ভোটদিয়ে নির্বাচিত করুন।
রাঙ্গামাটির জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। তবে প্রধানমন্ত্রী মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়ন এখনো উন্নত হয়নি, সে বিষয়ে আপনার সুদৃষ্টি আশা করছি।
রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে উন্নয়ন হচ্ছে সামনেও উন্নয়ন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীকে নির্বাচনের পর প্রথম সংবর্ধনা রাঙ্গামাটিতে দিতে চায় বলে অভিমত ব্যক্ত করেন।
সভার শেষে প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলাবার্তা/এআর