ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলোয়াররা । ছবি বাংলাবার্তা
ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের আয়োজন করেছে ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
রোববার (২৪ ডিসেম্বর) ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অনুর্ধ-১৭ বালক ও বালিকাদের ৭টি করে ১৪টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় সোনাগাজী ও সদর উপজেলা দল মুখোমুখি হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অভিষেক দাশের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ- সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, সদস্য আবুল হাসেম, আমজাদ হোসেন বিপ্লব, তোহিদুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম ও সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিপন প্রমুখ।
বাংলাবার্তা/এমপি