গণধর্ষণ (ছবি: প্রতিকী)
রাঙ্গামাটি সদর উপজেলায় দুই পাহাড়ি তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খ্রীস্টানদের বড় দিন উপলক্ষ্যে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্টানে যোগ দিতে জুরাছড়ি উপজেলা থেকে সদর উপজেলার বসন্ত পাড়ায় যায় দুই তরুণী। তাদেরকে পাহাড়ি ৪ ছেলে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে। তারা জুরাছড়ি উপজেলার স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগী এক ছাত্রীর বাবা জানান, ’আমার মেয়েসহ তার বান্ধবী ধর্মীয় অনুষ্টানে অংশগ্রহণ করতে পার্শ্ববর্তী বসন্ত পাড়ায় যায়। সেখানে রাতে কয়েকজন চাকমা ছেলে তাদেরকে ধর্ষণ করে। আমার মেয়ে একজনকে চিনতে পেরেছে। তার নাম রাসেল চাকমা।
তিনি আরও বলেন, ’আমরা এ বিষয়ে গ্রাম প্রধানের কাছে (কার্বারী) অভিযোগ করলে তিনি থানায় কথা বলে। তবে আমরা জুরাছড়ির বাসিন্দা হলেও ঘটনা সদর কোতয়ালী থানার এলাকায় হওয়ায় আমাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হয়। মঙ্গলবার সকালে কোতয়ালী থানায় অভিযোগ করতে যাবো।’
জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন, আমাকে গ্রাম প্রধান (কার্বরী) ফোন করে বিষয়টি জানায়। তবে ভিকটিম জুরাছড়ির হলেও ঘটনাটি হয়েছে সদর উপজেলাধীন বসন্ত পাড়ায়। তাই তাদেরকে কোতয়ালী থানায় অভিযোগ করতে বলা হয়েছে। আমি সর্বশেষ যতটুকু জানি তারা কালকে কোতয়ালী থানায় যাবে।
বাংলাবার্তা/এসএ