জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ায় দেশের উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকাল বেলা উঠে ভোট দিতে যাবেন, নৌকায় ভোট দেবেন। আপনাদের সেবা করার আর একটি বার সুযোগ চাই।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছেন। জীবনমান, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র্য ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছি।
তিনি বলেন, আমার হারানোর কিছু নেই, দেশের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছি। পথসভার মঞ্চ থেকে আওয়ামী লীগ প্রার্থীকে পরিচয় করে দিয়ে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার পিতা-মাতাসহ অনেককে হারিয়েছি এই দেশের জন্য। যতদিন বেঁচে থাকবো দেশের জন্য কাজ করবো। একই সাথে ৭ জানুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ারও আহবান জানান তিনি।
এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় তারাগঞ্জের পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-২ আসনের দলের মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল চৌধুরীর ডিউকের জন্য নৌকা মার্কায় ভোট চান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে বিমানের নিয়মিত একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়কপথে তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আসেন। এরপর মিঠাপুকুর উপজেলার জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন। সেখানে মিঠাপুকুর-৫ আসনে দলীয় প্রার্থী রাশেক রহমানের জন্য নৌকা মার্কায় ভোট চান।
পরে দুপুরে প্রধানমন্ত্রী পীরগঞ্জের শশুরবাড়ী সুধা সদন যান। সেখানে তিনি স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করে আত্মীয়-স্বজনদের সাথে কিছু সময় কাটান। পরে মধ্যভোজ শেষে পীরগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেন।
বাংলাবার্তা/এসএ