ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক। ছবি : বাংলাবার্তা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অকুল চন্দ্র বিশ্বাস।
এর আগে সকালের দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা বাংলাবার্তাকে জানান, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেতো। ভোররাতের কোন এক সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ কলেজ গেটের সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে শরীর থেতলে গিয়ে ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অকুল চন্দ্র বিশ্বাস বাংলাবার্তাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাবার্তা/এমপি