ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে কথা বলছেন আইনমন্ত্রী। ছবি বাংলাবার্তা
সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে বিএনপির নেতারা ইইউ প্রতিনিধি দলকে বলেছেন, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে; সরকার তামাশার নির্বাচন দিয়ে ওয়ান ইলেভের আতঙ্কে আছেন- সমসাময়িক এসব বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণ এই নির্বাচনে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে চায় ; কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি যা বলছে তা অসত্য।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচনী কর্মসূচী নিয়ে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এমন মন্তব্য করেন।
পরে তিনি আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর খেলার মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগদান করেন। এসময় তিনি উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
আনিসুল হক বলেন, যখন নির্বাচন হতো—তখন বিএনপি ও জামায়াত এলাকায় গিয়ে বলতো আপনারা আমাকে ভোট দেবেন? ভোট দিলে হাত তুলেন। তারা যে মাস্তান—তাদের ভয়ে মানুষ হাত তুলতো। তারপর বলত আপনারা হাত তুলেছেন, আমি ভোট পেয়েছি, আপনাদের আর কেন্দ্রে যাওয়া লাগবে না। সেই জামানা চলেগেছে।
তিনি আরও বলেন, আমি আইনমন্ত্রী। সারাবিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে আমার উপরে। কোন মিয়া সাহেব নাকি বলেছেন- যত ভোট দিবে পুরস্কার পাবে। আমি কিন্তু এরকম কথা বলি নাই। লিখে দিছে খবরে আমি নাকি একথা বলেছি। সেজন্যই বললাম ক্যামেরাটা ধরা আছে আমার উপরে। আপনারা সত্যিকারে যদি আমাকে ভালোবাসেন তাহলে ৭ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে সারাবিশ্বকে দেখাবেন আমরা আমাদের সন্তান আনিসুল হককে ভালোবাসি।
এসময় আখাউড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এমপি