রংপুরে জাপার গণসংযোগ ও পথসভা। ছবি : বাংলাবার্তা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে দলের নেতাকর্মীরা নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়, পুলিশ ফাঁড়ি, মেডিকেল মোড়, রংপুর সেনানিবাসের চেকপোস্ট ও লালকুঠির মোড়ে গণসংযোগ করে।
পরে নগরীর লালকুঠির মোড় থেকে একটি মিছিল বের করে বঙ্গবন্ধু মুরাল চত্তর গিয়ে শেষ করে।
নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসির, জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জেলার যুগ্ম আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, জেলা সদস্য শাফিউল ইসলাম শাফী, রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, মহানগর কমিটির সহ-সভাপতি মো. জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির মহানগর কমিটির আহবায়ক মো. ফারুক মন্ডল।
এছাড়া রংপুর জেলার নেত্রী নাহিদ ইয়াসমিন, মাল বেগম, রেনু, জাতীয় শ্রমিক পার্টির জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা। ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক মো. আরিফুল ইসলাম, ব্যাটারী চালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ রাজু, জাতীয় মহিলা পার্টি রংপুর মহানগর সম্পাদিকা জেসমিন আকতারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাবার্তা/এমপি/এসএ