ইসি ও পুলিশ লোগো। ছবি : সংগৃহীত
আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ফরিদপুরের ৩টি থানার ওসিকে প্রত্যাহার করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন-ইসি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান নির্দেশনাটি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
তিন থানার ওসিরা হলেন, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম, সদরপুর থানার ওসি মো. মামুন আল রশিদ ও ভাঙ্গার ওসি এম এ জলিল। কোতোয়ালি থানা ফরিদপুর-৩ (সদর) সংসদীয় আসনভুক্ত। ভাঙ্গা ও সদরপুর সংসদীয় আসন ফরিদপুর-৪–এর অন্তর্গত।
বাংলাবার্তা/এআর