নিজাম উদ্দিন হাজারী (ছবি: বাংলাবার্তা)
ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী গণসংযোগে বলেছেন, আমি আপনাদের দ্বারে দ্বারে ভোট চাইতে এসেছি। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসায় জনসংযোগ যেনো জনসভায় রূপ নিয়েছে। এই আন্তরিকতা যাতে ৭ জানুয়ারি সারাদিন ভোটের ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করে, আবারও আপনাদের সেবা করতে পারি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সদর উপজেলা কালিদহ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে নৌকা প্রার্থী এসব কথা বলেন।
নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয় বারের মতো মনোনীত করে এ আসনে নৌকা প্রার্থী করেছেন। তাই আমি নির্বাচনে মাঠে প্রতিদিন গণসংযোগ ও পথসভা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে এ জনপদের অসমাপ্ত কাজ সম্পন্ন করব। বিশেষ করে ৫ শতাংশ রাস্তাঘাটের উন্নয়ন কাজ বাকি রয়েছে। এবারের মতো সংসদ সদস্য হলে সেগুলো দ্রুত সম্পন্ন করবো।
এ সময় জনগণ গ্যাসের দাবি জানালে তিনি বলেন, পুনরায় আবাসিক গ্যাস অনুমোদন পেলে আপনাদের জন্য চেষ্টা করবো। আমি বিজয় হলে আপনারাই সব ভোগ করবেন। আমি প্রার্থী হয়েছি পাশে থাকার জন্য। আমাকে কোনো জাল ভোট দেবেন না। আপনাদের ভোটে বিজয় লাভ করতে চাই। সে জন্য আগামী ৭ জানুয়ারি আমাকে নৌকায় একটি ভোট দিয়ে বিজয় করুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী ডায়াবেটিস হাসপাতালের সভাপতি আ আ ক ম সাহেদ রেজা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহদাত হোসেন রিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।
এছাড়াও আসনটিতে জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম (লাঙ্গল), তৃণমুল বিএনপির আ.ই.ম আমজাদ হোসেন সবুজ (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ মজুমদার (ছড়ি), বাংলাদেশ ইসলামীক ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম (মোমবাতি) খেলাফত আন্দোলনের আবুল হোসেন (বটগাছ), বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন (ডাব), স্বতন্ত্রের এ.এস.এম আনোয়ারুল করিম ফারুক (ঈগল) প্রতীক নিয়ে নির্বাচন মাঠে আছেন।
উল্লেখ, ফেনী-২ আসন সদর উপজেলায় গঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৪৭৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৬৭৬ জন। নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮০০। আগামী ৭ জানুয়ারি ১৪৪ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাবার্তা/এসএ