বিএনপির নেতা নৌকার প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। ছবি : বাংলাবার্তা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে ভোট চাইলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ১নং ওযার্ড পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজারে আওয়ামীলীগ প্রার্থীর এক প্রচারণা সভায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে প্রচারণা সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে সকলের কাছে ভোট চান।
এবিষয়ে জানতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হেলাল উদ্দিনের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। এছাড়া তাকে এসএমএস দিয়েও কোন উত্তর ও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে পৌর বিএনপির সভাপতি শফিউল আজম বলেন, বিষয়টি আমি অবগত নই। হয়তো কাউন্সিলর হিসেবে কোন বিধান আছে এলাকায় এমপি গেলে থাকতে হবে তাই সে ছিলো।
আওয়ামীলীগের প্রচারণা সভায় থাকতে পারা ও মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সেটা সে পারে না। যদি তা সঠিক হয় তবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, আমি এ প্রসঙ্গে জানি না। যদি এমনটা হয় তবে সে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এবিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাওয়াল উদ্দিন বলেন, তিনি (হেলাল) প্রচারণা সভায় ছিলেন ঐ এলাকার একতা সংঘের সভাপতি হিসেবে। এক প্রশ্নের জবাবে বলেন, তিনি আওয়ামীলীগে যোগ দেননি।
বাংলাবার্তা/এমপি