জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোকাররম হোসেন সুজন। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্টন থানায় নাশকতা মামলার আসামি রংপুরের আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমাবার (১ জানুয়ারি) দুপুরে বড়াইবাড়ি এলাকার থেকে রংপুরের পুলিশ তাকে গ্রেফতার করেন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, গ্রেফতার মোকাররম হোসেন সুজন ঢাকার পল্টন থানা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার সুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা পল্টন মডেল থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থানায় ও পুলিশের ওপর হামলা চালায়। ওই ঘটনার সাথে জড়িত ছিলেন মোকার্রম হোসেন সুজন।
বাংলাবার্তা/এমপি