ফ্রিজের শোরুমে ক্রেতাদের ভিড় (ছবি: সংগৃহীত)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমএ রাজ্জাক খান। তিনি ফ্রিজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া চুয়াডাঙ্গা শহরে তার মালিকানাধীনে রয়েছে মিনিস্টার ও মাইওয়ান কোম্পানীর শোরুম।
শহরের বড়বাজার এলাকায় তার শোরুমে গিয়ে দেখা যায়, স্বতন্ত্র এই প্রার্থীর মালিকানাধীন মিনিস্টার ও মাইওয়ান গ্রুপের মিনিস্টার ফ্রিজের ওপর চলছে ৩৩-৫৩ শতাংশ ছাড়। তবে এই অফার চলছে শুধু ফ্রিজের উপর। এই খবরে শহরের বিভিন্ন জায়গা থেকে শত শত নারী পুরুষ ভীড় করছে তার শোরুমে। প্রকারভেদে ৩৩, ৪০ ও ৫৩ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে ফ্রিজ।
এদিকে এমন খবরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি-না সে বিষয়ে জানতে ওই শোরুমে অভিযান চালায় জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব ও ভূমি অধিগ্রহণ) শেখ মো. রাসেল অভিযান পরিচালনা করেন।
তবে এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান বলেন, এই অফার নির্বাচনকে ঘিরে কোনো অফার নয়। বছর ক্লোজিং হিসেবে দেশব্যাপী কোম্পানীর এই অফার চলছে। আপনারা খোজখবর নিন।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল সাংবাদিকদের বলেন, এই অফারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়নি। এটি নির্বাচনী অফার নয়। আমরা খোজখবর নিয়েছি। দেশব্যাপী কোম্পানীর এই অফার চলছে।
বাংলাবার্তা/এসএ