শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন অতিথিরা (ছবি: বাংলাবার্তা)
কনকনে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে নতুন পাঠ্যবই সংগ্রহ করেছে। রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে, রংপুর বিভাগের মাধ্যমিক ও দাখিল পর্য়ায়ের প্রায় ১ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ২৯৭ জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।
রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, রংপুর বিভাগের সকল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে তাদের শিক্ষাক্ষেত্রে সকল চাহিদা পুরণ করা হচ্ছে। শিক্ষার যে মূল উপকরণ তারা হাতে পেয়ে পড়াশোনায় বিশেষ ভূমিকা রাখবে।
জেলা শিক্ষা অফিসার মো. এনায়েতুর রহমান বলেন, রংপুর জেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা বই পেয়ে বেশ খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবার ২ লাখ পঞ্চাশ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ শিক্ষাক্ষেত্রে সকল চাহিদা পুরণ করা হচ্ছে।
বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীরা বই পেয়ে যেমন খুশি, তেমনি দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরা ভূমিকা রাখবে এমন প্রত্যাশা শিক্ষাবিদদের।
বাংলাবার্তা/এসএ