চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী। ছবি : বাংলাবার্তা
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে জেলার সকল ভোটারদের আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি সংবাদ সম্মেলনে সরকারের উন্নয়নের কার্যক্রম তুলে ধরে এ আহবান জানান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে এই দেশ স্বাধীন করে দিয়েছেন এবং স্বল্প সময়ের মধ্যে দেশকে উন্নত করার পরিকল্পনা করেন। কিন্তু তাকে হত্যার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ ব্যাহত হয়। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। ১৯৯৬ সাল থেকে ৫ বছর এবং এরপর টানা ১৫ বছর দেশ দক্ষ নেতৃত্বের মাধ্যমে শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
ওচমান গণি বলেন, ১০০ বছরেও যা হয়নি চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনির নেতৃত্বে গত ১৫ বছর তার চাইতে অনেক বেশী উন্নয়ন হয়েছে। এই আসনটিসহ ৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে তরুন প্রজন্মকে নৌকায় ভোট দিয়ে এগিয়ে আসার আহবান জানান।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাীর্থ ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মুহম্মদ শফিকুর রহমান ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা, জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এমপি