দুর্গম এলাকায় ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী যাচ্ছে। ছবি : বাংলাবার্তা
রাঙামাটির দুর্গম এলাকায় ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী যাচ্ছে হেলিকপ্টারে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি সদর উপজেলা হতে হেলিকপ্টারে দুর্গম এলাকার ৬টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদের প্রেরণ শুরু হয়।
নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে রাঙ্গামাটিতে মোট ১৮টি দুর্গম কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি ৬টি, বরকল ২টি, জুরাছড়ি ৭টি এবং বিলাইছড়ি ৩টি উপজেলায় কেন্দ্র রয়েছে। এই ১৮টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬৩৮ জন।
এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, বাঘাইছড়ি উপজেলার যে কয়েকটি দুর্গম ভোটকেন্দ্র রয়েছে যেখানে কোন সড়ক যোগাযোগ নেই, সেসব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী এবং ভোট গ্রহণ সংশ্লিষ্টদের পাঠানো শুরু হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খাঁন বলেন, জেলার ১৮ টি কেন্দ্র খুবই দুর্গম। তাই সেখানে হেলিকপ্টারে করে নির্বাচন সামগ্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হবে।
রাঙ্গামাটি ২৯৯ নং আসনে তিন জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত দীপংকর তালুকদার, তৃণমূল বিএনপি মনোনীত মিজানুর রহমান এবং সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে।
বাংলাবার্তা/এমপি