গণসংযোগ করছেন আনোয়ারা ইসলাম রানী (ছবি: বাংলাবার্তা)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার রংপুর-৩ আসনে জিএম কাদেরের সাথে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন প্রার্থী। হিজড়া সম্প্রদায়ের এই প্রার্থীর নাম আনোয়ারা ইসলাম রানী।
তিনি ইতোমধ্যে ঈগল প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। প্রচারণায় মাইকিং, পাড়া-মহল্লায় গণসংযোগ এবং লিফলেট নিয়ে ঘুরছেন ভোটারদের ধারে ধারে। প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন হিজড়া সম্প্রদায়ের আনোয়ারা ইসলাম রানী এবং তার কর্মী-সমর্থকরা।
এছাড়া রংপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু (একতারা), বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দলের সহিদুল ইসলাম (মশাল) এবং ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঈগল প্রতিকের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (হিজড়া) বলেন, আমাদের নিয়ে জাতীয় সংসদে কথা বলার মতো কোনো লোক নেই। তাই এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি।
তিনি আরও বলেন, বিজয়ী হলে এ অঞ্চলে কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন গড়ে তুলার কথাও বলেন তিনি। এছাড়াও ২২টি পরিকল্পনা আছে তা বাস্তবয়ন করারও আশ্বাস দেন।
ঈগল প্রতিকের রানী বলেন, ‘জাতীয় পার্টি বুঝে গেছে রংপুরের মানুষ আর তাদের চায় না। সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ৭ তারিখ বিপুল ভোটে বিজয়ী করবে। তাই তারা আমার পোস্টার ছিড়ে ফেলেছে।
রংপুর সদর ও সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন ও পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুইজন।
বাংলাবার্তা/এসএ