কার্গোর ধাক্কায় লঞ্চে ফাটল। বাংলা বার্তা
চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চে কার্গোর ধাক্কায় তলায় ফাটলের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক নারী যাত্রী নিখোঁজ হয়েছে। এই ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পড়ে অনেকে নদীতে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। এই বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো পাঁচ শতাধিক যাত্রীর প্রাণ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধাক্কা দেয়া সেই কর্গো জাহাজটি পালিয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
কামরুজ্জামান জানান, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। তবে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে।
এদিকে সুন্দরবন-১৬ লঞ্চের সুপার ভাইজার সিরাজুল ইসলাম জানান, তারা লঞ্চটিকে নিরাপদে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় অবস্থান করছেন। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী রয়েছে। যাত্রীদের উদ্ধার করতে সুন্দরবন-১৪ ও সুন্দরবন-১৫ ঘটনাস্থলে যাচ্ছে।
মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়েছে। এতে এক নারী যাত্রী নিখোঁজ এবং অপর পুরুষ যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এমবি সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুছ জানান, লঞ্চের কেবিনসহ বাকি প্রায় ২৫০ যাত্রীকে নিয়ে সকাল ৮ টার পরে তারা বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবেন।
চাঁদপুর নো নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার পর থেকে যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর জন্য তত্ত্বাবধায়ন করা হচ্ছে। নিখোঁজ এবং আহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি ।
বাংলাবার্তা/এআর