স্কুল কক্ষে আগুন (ছবি: বাংলাবার্তা)
ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, স্কুল কমিটির দ্বন্দ্বের জেরে অথবা বিএনপির অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্কুলের অফিস সহকারী আজাদকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে পুলিশ।
জানা যায়, শুক্রবার আনুমানিক ভোর ৬টার দিকে চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। তাৎক্ষনিক খবর পেয়ে সোনাগাজী ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিদ্যালয়ের মিলনায়তনের কক্ষের আলমিরা পুড়ে যায়। একই সাথে প্রতিষ্ঠানের ডকুমেন্টসহ আসবাবপত্র পুড়ে যায়।
এ ঘটনায় স্থানীয় আবির নামে এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সাথে স্কুলের প্রধান শিক্ষকের বিরোধ চলছে। ওই ঘটনাকে কেন্দ্র করে কেউ স্কুলে অগ্নিসংযোগ করতে পারে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বলেন, স্কুলের বার্ষিক অডিট চলাকালে প্রধান শিক্ষক জয়নাল আবদীন টাকার হিসেবে গরমিল থাকায় তাকে অব্যাহতি দেন ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবদুল হক। এ নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনা শুনে সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এবং সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন থেকে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হবে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, সকাল সাড়ে ৬টার দিকে ৯৯৯ নাম্বারে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শনে যান। সেখানে পেট্রোলের একটি বোতল পাওয়া যায়। তাই বিষয়টি উদঘাটনে বিএনপির অসহযোগ আন্দোলন এবং ম্যানেজিং কমিটির বিরোধ। এ দুটি বিষয়ে কে ক্ষতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় স্কুলের কক্ষে আলমিরায় থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ টেবিল চেয়ার পুড়ে যায় বলেও জানান তিনি।
বাংলাবার্তা/এসএ