পুলিশের ট্রেনিং অনুষ্ঠান (ছবি: বাংলাবার্তা)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে রংপুরে অফিসার ও ফোর্সদের নির্বাচনী নিরাপত্তার দায়িত্বের বিষয়ে ব্রিফিং করেছে মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর পুলিশ ট্রেনিং সেন্টার মাঠে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বাহিনীর অফিসার ও ফোর্সদের মধ্যে এ বিষয়ে ব্রিফিং করেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, রংপুরে সর্বোচ্চ মেধা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে দেশের এ গুরুত্বপূর্ণ দায়িত্বটি সম্পন্ন করতে হবে। তাছাড়া নির্বাচনের পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ও আইজিপি বদ্ধপরিকর। আনসার ও পুলিশ এক সাথে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সহনশীলতার সাথে সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করার আহ্বান জানান।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, উপ-পুলিশ কমিশনার মো. আবু বকর সিদ্দীক ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ আনসার-ভিডিপি সদস্যরা।
বাংলাবার্তা/এসএ