নির্বাচন ঘিরে পুলিশের প্রস্তুতি সভা (ছবি: বাংলাবার্তা)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার ৮ উপজেলার পুলিশ সদস্যদের নিয়ে নিরাপত্তার বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে নগরীর রংপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে বিশৃঙ্খলা, সহিংসতা ও প্রতিবন্ধকতা মোকাবেলায় পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি ও জনবল রয়েছে বলে জানান তিনি। সেই সাথে পুলিশের ৩ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে-নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এসএ