চাঁদপুরের কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ছবি : বাংলাবার্তা
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরে ৭'শ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এর মধ্যে দুর্গম চরের দুইটি আসনের মোট ২০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হয়।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেন সহকারি রিটার্নিং কর্মকর্তাবৃন্দ।
জেলার মোট ভোটকেন্দ্রের মধ্যে চাঁদপুর-৩ আসনের দুর্গম চরের ১৮টি ভোটকেন্দ্রে ও চাঁদপুর-২ আসনের দুইটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম প্রেরণ করা হয়। বাকি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে পৌঁছে দেওয়া হবে।
এছাড়া নির্বাচন উপলক্ষে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাবার্তা/এমপি