রংপুরে ভোটের সরঞ্জাম পৌঁছেছে। ছবি : বাংলাবার্তা
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রংপুরে নিচ্ছিদ্র পরিবেশের মাধ্যমে ভোট গ্রহন করার আয়োজন করেছে নির্বাচন কমিশন। রংপুর জেলার ছয়টি আসনে মোট ৮৫৮ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়াও নির্বাচনের সব সরঞ্জাম পৌছে গেছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার চত্তর থেকে সদর উপজেলা ও মহানগরীর ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
রংপুরের ছয়টি সংসদীয় আসনে মোট ৮৫৮টি কেন্দ্র রয়েছে। রংপুর জেলার অধীনে রয়েছে ৬৫৯টি এবং মেট্রোপলিটন এলাকায় ১৯৯টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে রংপুর জেলার ৬৫৯টি কেন্দ্রের মধ্যে ৩১৯টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।
জানা গেছে, ব্যালট পেপারসহ নির্বাচনের সরঞ্জাম জেলার ছয়টি আসনের মধ্যে আট উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে পাঠানো হয়েছে। নিরাপত্তা সহ সকল দিক বিবেচনা করে ব্যালট পেপার নির্বাচনের দিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার আগ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে।
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সকাল ০৮ টা থেকে বিকেল ৪টা পর্য়ন্ত কঠোর নিরাপত্তায় বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে।
বাংলাবার্তা/এমপি