আগুন (ছবি: সংগৃহীত)
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়েছে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
রোববার (৭ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে উপজেলার ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে ক্যাম্পের হেড মাঝি (নেতা) মোহাম্মদ হামিদ জানান, রাত ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
উল্লেখ্য, গেলো বছরের ৩১ ডিসেম্বর একইভাবে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। সে সময়ও ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে যায়।
বাংলাবার্তা/এসএ