ফেনীতে ভোট দিচ্ছেন ভোটার। ছবি : বাংলাবার্তা
সারা দেশের মত ফেনীতেও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ফেনীর ৩৯৯ টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিনটি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ছয়জন, ফেনী-২ আসনে আটজন ও ফেনী-৩ আসনে ১০ জন। মোট কেন্দ্র রয়েছে ৩৯৯টি।
তিনি আরও জানান, ফেনীর তিনটি আসনে ১২ লাখ ৪৬ হাজার ১২৬ জন ভোটার আছে। ভোটারদের জন্য ৩৯৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩৩৯টি সাধারণ আর ৬০টি অধিক গুরুত্বপূর্ণ অথ্যাৎ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার ভিডিপি, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকবে। ভোট গ্রহণে আট হাজার ১৬৮জন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
বাংলাবার্তা/এমপি