ভোট দিচ্ছেন সাকিব আল হাসান (ছবি: বাংলাবার্তা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় মাগুরার দরিমাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দিনের কার্যক্রম শুরু করেন।
এরপর সাংবাদিকদের সাকিব বলেন, 'সকলে যাতে নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারে এই কামনা করছি। ভোট সবার অধিকার। তাই সকলকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি।'
ভোট দেওয়া শেষে তিনি কেন্দ্রে থাকা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একইসঙ্গে ঘুরে দেখেন বাকি কেন্দ্রগুলোও।
এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬২১। মোট ১৫২টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন এসব ভোটাররা।
বাংলাবার্তা/এসএ