ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এদিন বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের নৌকার প্রার্থী ওবায়দুল কাদের।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করে কেন্দ্রে আসেন।
পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, পপিরেকতকদদকু উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিএনপি এবং তাদের সমমনাদের ষড়যন্ত্র ও ভোট বর্জন পরাজিত হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণ এটাই প্রমাণ করে নাশকতা ও ভোট বর্জনদের জনগণ প্রত্যাখান করেছে।
এই কেন্দ্রে ভোট দেন ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের নেতা নোয়াখালীতে যে উন্নয়ন করেছে, এই আসনের জনগণের বিপুল ভোটে আমাদের নেতা আবারও জয়যুক্ত হবেন।
বাংলাবার্তা/এসএ