ভোট দেওয়ার জন্য লাইনে দাড়ালেন স্পিকার (ছবি: সংগৃহীত)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী হয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এ দিন সকাল ১০টায় তিনি পীরগঞ্জের লালদীঘি মাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট শেষে স্পিকার বলেন, এ এলাকার মানুষের জীবনমান অনেক পরিবর্তন হয়েছে। কারণ নৌকা উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রীর নিজের এলাকা হিসেবে নৌকার বিজয় হলে এই এলাকায় আরও উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিন সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। দিনব্যাপী ভোটগ্রহণে এ আসনের ৪ লাখ ৩৯ হাজার ৩৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
বাংলাবার্তা/এসএ