সড়ক দুর্ঘটনা (ছবি: বাংলাবার্তা)
মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী মারা গেছে। এর মধ্যে এক শিশুও রয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডী এলাকার হাসান উল্লাহর ছেলে অটোরিকশাচালক শাহিদুর রহমান (৪৫), একই উপজেলার দিঘী ইউনিয়নের সালেক তালুকদারের ছেলে জসিম তালুকদার (৫০) এবং জসিম তালুকদারের নাতি তাসিন আহমেদ (৫)।
পুলিশ জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছে। এ সময় অটোরিকশাটি আউটপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই করা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শাহিনুর রহমান মারা যান। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় গুরুতর আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতলে রাখা হয়েছে এবং তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। একই সাথে এ দুর্ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
বাংলাবার্তা/এসএ