আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী এবং মাসুদ উদ্দিন চৌধুরী (ছবি: বাংলাবার্তা)
সারা দেশের মতো ফেনীতেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে ফেনী-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করেছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনীর ৩৯৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে রোববার রাতে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফেনী-১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল ৪ হাজার ১৯৫ ভোট পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ আসনে আলাউদ্দিন আহমেদ নাসিম এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।
ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ারুল করিম ফারুক ৪ হাজার ৪৮ ভোট পেয়েছেন।
এ আসন থেকে নিজাম উদ্দিন হাজারী এর আগে ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি ফেনী-২ আসনে হ্যাট্রিক করেছেন।
ফেনী-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী হাজী রহিম উল্লাহ ৯ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। এ আসনের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছেন মাসুদ উদ্দিন চৌধুরী।
ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। ভোটগ্রহণের দিন নিরাপত্তায় ছিলেন ৭ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাবার্তা/এসএ