গ্রেফতার ৪ আসামি (ছবি: সংগৃহীত)
চাঁপাইনবাবগঞ্জে আলোচিত স্বপ্না আক্তার জেসমিন (২৬) হত্যার ঘটনায় তিন নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে আদালতে তোলা হলে বিচারকের কাছে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেয় গ্রেফতারকৃত ৪ জন। পরে তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এ তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ৬ জানুয়ারি নির্বাচনের আগের রাতে শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করে। এরপর মরদেহ যেন চিনতে না পারে, সে জন্য মরদেহ ধানক্ষেতে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।
এ ঘটনায় ৮ জানুয়ারি স্বপ্নার বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় পেক্ষিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও অন্যান্য আলামতসহ ৪ জনকে গ্রেফতার করে। পরে মামলার প্রধান আসামি নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
এর আগে ৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা ডাবার মাঠে ধানক্ষেতে আগুনে ঝলসানো অবস্থায় স্বপ্নার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাবার্তা/এসএ