কনকনে শীতে আগুনের তাপ নিচ্ছেন তিনি (ছবি: বাংলাবার্তা)
ঘন কুয়াশা আর শীতের কারণে ভোগান্তিতে পড়ছেন নরসিংদীর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। নরসিংদী জেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় রিকশা, সিএনজি ও নছিমন চালকসহ নানা শ্রেণিপেশার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।
ঘন কুয়াশা ও শীতের দাপটে জনজীবনে দুর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন নরসিংদীর খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন মানুষের আনাগোনা নেই। জেলার প্রধান সড়কে ঘন কুয়াশার কারণে গাড়ির লাইট জ্বালিয়ে ধীরগতিতে যান চলাচল করছে।
নছিমন চালক আসাদ ও সিএনজি চালক মাসুদ বলেন, ঘন কুয়াশায় আমাদের গাড়ি চালাতে কষ্ট হয়। হেড লাইট ছাড়া চালানো যাচ্ছে না। কনকনে বাতাসে শরীর শীতল হয়ে যাচ্ছে।
রিকশা চালক মনির বলেন, ঘন কুয়াশা ও কনকনে বাতাসে মানুষ ঘর থেকে বাহির হচ্ছে না। তাই যাত্রী কম।
ক্ষুদ্র ব্যবসায়ী আজাদ বলেন, ঘন কুয়াশা ও কনকনে বাতাসের মধ্যে দোকান খুললেও কাস্টমার আসছে না, তাই দোকানে বিক্রিও নাই।
কৃষক হোসেন ও রতন বলেন, ঘন কুয়াশা ও কনকনে শীতের মধ্যে আমাদের ফসলের জমিতে কাজ করতে হচ্ছে। কৃষির উপরই আমাদের জীবিকা নির্ভর। কৃষি কাজ না করলে আমাদের ঘরে খাবার চলবে না।
জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, ঘন কুয়াশা ও কনকনে শীতের মধ্যে বয়স্ক ও শিশুদের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট, সর্দি ও জ্বরসহ নানা রোগ। এ সময় প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দেন তিনি।
বাংলাবার্তা/এসএ