![বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি সুমনের শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি সুমনের শ্রদ্ধা](https://www.banglabartabd.com/media/imgAll/2022December/ডয-2401111150.jpg)
ব্যারিস্টার সুমন। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত এমপি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নবনির্বাচিত এমপি জাতির পিতার সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় ১ লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন।
বাংলাবার্তা/এআর