কম্বল বিতরণ। বাংলা বার্তা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ২ হাজার ২শ' শ্রমিক ও স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড-জিবিইএল ও কালিয়ার রেপ্লিকা অ্যান্ড কালিয়ার প্যাকেজিং লিমিটেডের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, সোনামসজিদ স্থলবন্দরের সহকারী পরিচালক আলিমুজ্জামান বকুল, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার টিপু সুলতানসহ অন্যরা।
বাংলাবার্তা/এআর