গ্রেফতারকৃত ডাকাত দলের ৫ সদস্য (ছবি: বাংলাবার্তা)
রংপুরে পীরগঞ্জে নৈশকোচ বাস ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া।
তিনি জানান, বাস ডাকাতির ১১ ঘণ্টার মধ্যেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি ধারালো চাকু, ৮টি স্মার্টফোন ও একজোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণে অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) সুলতানা রাজিয়া আরও বলেন, গত ১৩ জানুয়ারি রাতে গাজীপুরের চান্দুরা বাসস্ট্যান্ডে হামিম বাসে যাত্রী হিসেবে ছদ্মবেশে ওঠে ডাকাত দলের সদস্যরা। পরে রাত ১টার দিকে বগুড়া জেলার শেরপুর ফুড ভিলেজে যাত্রা বিরতি সময় বাস ড্রাইভার ও সুপারভাইজারসহ যাত্রীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে।
এ সময় বাস ড্রাইভারকে স্টেয়ারিং থেকে সরিয়ে ডাকাত দলের সদস্য মেহেদী বাসটি চালিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে ডাকাত দলের সদস্যরা যাত্রীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে ৮টি স্মার্টফোন, নগদ ৪২ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
বাংলাবার্তা/এসএ