ফেরি ডুবি। বাংলা বার্তা
মানিকগঞ্জে পাটুরিয়া ৫নং ফেরি ঘাটের কাছে ঘন কুয়াশায় বাল্কহেডের ধাক্কায় নয়টি যানবাহন নিয়ে রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন।
জানা গেছে, ডুবে যাওয়া ফেরিতে ৯টি ট্রাক ছিল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যেরাতে ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। কুয়াশায় কারণে মাঝ নদীতে ফেরিটি আটকে ছিল। পরে বাল্কহেডের ধাক্কায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। ফায়ার সার্ভিসের সদস্যরা এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ।
বাংলাবার্তা/এআর