পিঠা নিয়ে স্টলে শিক্ষার্থীরা (ছবি: বাংলাবার্তা)
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার নবাবগঞ্জ সরকরি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই পিঠা উৎসব আয়োজন করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে পিঠা উৎসব উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এতে ৪০টি স্টলে পাকন পিঠা, হৃদয়হরণ পিঠা, পাটিসাপটা, মমপিঠা, তেল পিঠা, মাছপিঠা, দুদপিঠাসহ হরেক রকম ও স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেন কলেজের শিক্ষার্থীরা। এসব পিঠার স্বাদ নিতে স্টলগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এমন উৎসবের আয়োজনে উচ্ছসিত শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠা পুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম।
বাংলাবার্তা/এসএ