উদ্ধারকৃত কাভার্ড ভ্যান (ছবি: বাংলাবার্তা)
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামে ফেরি ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোজ রয়েছে।
বুধবার ((১৭ জানুয়ারি)) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে ফেরীর তলা ফেটে বা ছিদ্র দিয়ে পানি ঢুকে ফেরীটি ডুবে যায়।
এ দিন বিকাল সাড়ে ৪টায় একটি কাভার্ড ভ্যান ও রাত ৮টার দিকে একটি ট্রাক উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ হামজা। এ কাজে সহায়তা করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের আনোয়ারুল ইসলাম।
ডুবে যাওয়া ফেরীটিতে মোট ৯টি ট্রাক ছিলো বলে জানান অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
এর আগে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টা থেকে নৌরুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নদীতে আটকে যায় রজনীগন্ধা।
আনোয়ারুল ইসলাম বলেন, সকাল ৮টা ১৬ মিনিটে খবর পাই মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে গেছে। পরে ৮টা ২৩ মিনিটে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দল সেখানে পৌঁছায়।
আরও পড়ুন: রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন এবং বাকী সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বাংলাবার্তা/এসএ