শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলা বার্তা
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার কারণে পঞ্চগড়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরে জেলা শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী পাঠদান বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান জানান, জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কার্যালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ সকালে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জেলাতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বেলা ১১টার পর সূর্যের মুখ দেখা গেছে।
বাংলাবার্তা/এআর