দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের আউটসোর্সিংয়ের সাবেক কর্মচারী মো. জাহিদুল ইসলাম সুমনের দুর্নীতির ৪২ লাখ টাকা জব্দ করা হয়েছে।
গত বুধবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সড়কে সিদ্দিরগঞ্জ রাজস্ব সার্কেল এলাকা থেকে টাকা ভর্তি কার্টুনটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন জানিয়েছেন, এ ঘটনার মামলার ১ নম্বর আসামী মো. জাহিদুল ইসলাম ওরফে সুমনকে গ্রেফতারে অভিযান চলছে। আর ২ নম্বর আসামী মো. কাওসার আহমেদকে গ্রেফতার করে চালানমূলে আদালতে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা প্রহরী জনাব রিফাত হোসেন মো. জাহিদুল ইসলাম সুমনের নিকট একটি কার্টুন দেখে সন্দেহ হলে ডেপুটি কালেক্টরকে অবহিত করেন কার্টুনটি জব্দ করার নির্দেশ দেন। জব্দ কার্টুনটি খোলার পর ১০০০ টাকার নোট ৩৭০০টি, ৫০০ টাকার নোট ১০০০টি মোট ৪২ লাখ টাকা পাওয়া যায়।
কার্টুনটি ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জের জিডিমূলে জেলা প্রশাসকের কার্যালয় ট্রেজারীতে জমা রাখা হয়েছে।
জনৈক রানাকে জিজ্ঞাসাবাদ করা হলে বলেন, এই টাকা তার (রানার) মর্মে দাবি করার জন্য মো. জাহিদুল ইসলাম সুমন অনুরোধ করেন। পরে তথ্য নিয়ে জানা যায় এই ৪২ লাখ টাকা দুর্নীতি সংশ্লিষ্ট অর্থ ।
শনিবার (১৪ জনুয়ারি) এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন বরাবর প্রেরণ করেন।
মো. জাহিদুল ইসলাম ওরফে সুমন ( ২৮) গ্রামের বাড়ি ভোলা সদরে।
বাংলাবার্তা/এআর