ইটভাটায় অভিযান (ছবি: বাংলাবার্তা)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৩টি ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউপিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটা গুলোকে জরিমানা করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন, কাঠ পোড়ানো ও মাটি কাটাসহ বিভিন্ন অপরাধে এইচকেবি-২, এএসবি-১ ও বিএইচবি-১ নামে তিন মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: বান্দরবানে ৭ বারের নির্বাচিত এমপি বীর বাহাদুরকে সংবর্ধনা
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টানা অভিযানে উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নের ৩টি ইটভাটায় চলমান অভিযানে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাবার্তা/এসএ