সাইফুল ইসলাম গ্রেফতার। বাংলা বার্তা
ফেনীর সোনাগাজীর পক্ষিয়া গ্রামের সাইফুল ইসলাম (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গরু চুরি মামলায় ৭ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে ফেনী পুলিশ।
রোববার (২১ জানুয়ারি) দিবগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আবু তৈয়বের ছেলে।
পুলিশ জানায়, সোনাগাজী থানায় গরু চুরির বিষয়ে একটি মামলায় ২০১৭ সালে ফেনীর আদালতে দেড় বছরের সাজা ও ৫ হাজার টাকায় দন্ডিত হন সাইফুল। তিনি সাজার ভয়ে আত্মগোপনে চলে যান ।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে সাইফুল গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে গরু চুরি মামলায় আদালতে সাজা ও অর্থ দন্ড হয়।
সোমবার (২২ জানুয়ারি) আইনগত প্রক্রীয়া সম্পন্ন করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাংলাবার্তা/এআর