মরদেহ উদ্ধার (ছবি: সংগৃহীত)
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই গৃহবধূর নাম শরিফা বেগম (২৮)।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধরীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে শরিফা বেগম আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানায়, পাশের মধুরামপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে সিরাজুজ্জামানের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শরিফা বেগমের। শরিফা তার দ্বিতীয় স্ত্রী। গত কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আত্মহত্যা করেন শরিফা বেগম।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাবার্তা/এসএ