উদ্ধারকৃত সোনার বার (ছবি: বাংলাবার্তা)
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ২৮ লাখ টাকার সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কর্তপক্ষ ও কাস্টমসের গোয়েন্দা সংস্থা।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় বিমানবন্দরের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটের ভেতর থেকে সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরের কাস্টমস কর্তপক্ষ জানায়, শারজাহ্ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণ করে। ফ্লাইট নম্বর G 9526। ওই বিমানের ব্যাগেজ কনভেয়ার বেল্টের উপরে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের একটি প্যাকেট পাওয়া যায়।
আরও পড়ুন: উত্তরায় কোকেন খুঁজে বের করলো এপিবিএনের ডগ স্কোয়াড
পরে সন্দেহ হলে বিমান কর্তপক্ষ সিগারেটের প্যাকেটটি কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয়। সেখানে বিশেষ কায়দায় লুকানো ১৪ পিস সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। ১৪ পিস সোনার বারের বর্তমান বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা।
বাংলাবার্তা/এসএ